প্রিয় বাংলাদেশ

Uncategorized সাহিত্য


কবিঃ আহাম্মদ কবীর হিমেল


আমি তোমাকেই ভালোবেসে দিনের শেষে জ্বালাবো সাঁঝের প্রদ্বীপ,
তোমারই বুকে প্রেমের নির্যাস নিয়ে আজীবন রবো সজীব।
তুমিই আমার বন্ধু, তুমিই আমার দেশ,
তোমার মমতায় ধন্য আমি প্রিয় বাংলাদেশ।

তুমি সন্ধ্যা তাঁরার সুতায় বাঁধা স্বপ্ন ছেঁড়া পাল
তুমি মুগ্ধ নয়নে বৃষ্টি ঝরা ভাঙা ঘরের চাল।।
তুমি শীতের সকাল কুয়াশা ঝরা মিষ্টি রোদের প্রাণ,
তুমি বাস্তবতার মাঝে লড়তে শেখা অনাহারীর গান।
আমি তোমাকেই ভালোবেসে দিনের শেষে জ্বালাবো সাঁঝের প্রদ্বীপ,
তোমারই বুকে প্রেমের নির্যাস নিয়ে আজীবন রবো সজীব।
তুমিই আমার বন্ধু, তুমিই আমার দেশ,
তোমার মমতায় ধন্য আমি প্রিয় বাংলাদেশ।

তুমি বুকের মাঝে ছুটে চলা নদী উথাল পাথাল ঢেউ
তুমি সর্বহারার আশ্রয় দাতা তা জানলো না কেউ।।
তুমি উদাসী দুপুর ছন্দের নূপুর রিনিঝিনি বাজো বেশ,
জীবনের প্রহর তোমাতেই শুরু তোমাতেই হবে শেষ।
আমি তোমাকেই ভালোবেসে দিনের শেষে জ্বালাবো সাঁঝের প্রদ্বীপ,
তোমারই বুকে প্রেমের নির্যাস নিয়ে আজীবন রবো সজীব।
তুমিই আমার বন্ধু, তুমিই আমার দেশ, তোমার মমতায় ধন্য আমি প্রিয় বাংলাদেশ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *