প্রেমের সুখটা আসলে কোথায়?

Uncategorized অন্যান্য


সাবরীনা মান্নান ঃ ভালোবেসে বিয়ে করা মেয়েটা দুইটা বাচ্চা থাকার পরেও,স্বামীর যথেষ্ট টাকা পয়সা থাকা স্বত্তেও অন্য একটি ছেলের হাত ধরে পালাতে দেখেছি! বিশ বছর সংসার করা মহিলাটাও পাঁচটা ছেলেমেয়ে রেখে তার চেয়ে কম বয়সী একটা ছেলের সাথে পালাতে দেখেছি! ইউরোপ প্রবাসী হাসবেন্ড ,ভালোবেসে বিয়ে করেছে তাও আবার ফ্যামিলির অমতে! বাপের অঢেল সম্পত্তি, কোনোকিছুর অভাব নেই!হাজার পঞ্চাশেক টাকাও যার কাছে যৎসামান্য! সেই মেয়েটাকেও পালাতে দেখেছি একটা গরীব ছেলের সাথে! যে ছেলেটা দিন আনে, দিন খায়।
এই যে চারদিকে এতো হাহাকার, দনা পাওয়ার বেদনা এসবের আসলে মুল উদ্দেশ্য কী?
উল্লেখিত ঘটনাগুলো আমি স্বচক্ষে দেখেছি!
প্রত্যেকটা মেয়ে ভালোবেসে সংসার বিয়ে করেছিলো! তারপরেও দ্বিতীয়টিতে কেন জড়ায়?কোন সে লাভের আশায়? আমি মানুষের বদলে যাওয়া দেখে অবাক হই,মানুষের অভিরুচি দেখে অবাক হই!
সুখটা আসলে কোথায়?
ধন-সম্পদ,আভিজাত্য কিংবা প্রাসাদের মাঝে? নাকি গরীবের ভাঙ্গা কুটিরে? এসব ভাবনা ভাবতে গিয়েও আমি অবাক হই!স্রেফ অবাক হই!


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *