সুন্দরবনে দস্যু দমনে “এলিট টাইগার্স” এর অভিযান শুরু।

Uncategorized জাতীয়


নিজস্ব প্রতিবেদক ঃ সুন্দরবনে সাম্প্রতিক সময়ে তৎপর হওয়া নব্য বনদস্যুদের বিরুদ্ধে র‌্যাব বিশেষ অভিযান শুরু করেছে। গতকাল দুপুরে শুরু হওয়া এই অভিযানে র‌্যাবের যে বিশেষ দলটি নেমেছে, তাকে ‘এলিট টাইগার্স’ বলা হচ্ছে।

র‍্যাবের একাধিক দল সুন্দরবনের শরণখোলা, জয়মনি, বড়ইতলা, আন্ধারমানিক, মৃগামারি এলাকাসহ বনের শ্যালা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালাবে। এ ছাড়া অভিযানের জন্য র‍্যাবের আরেকটি দলকে একটি স্পিডবোট, ট্রলারসহ পূর্ণ প্রস্তুতি সহকারে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

এর আগে র‍্যাবের অভিযানে একের পর এক বনদস্যু বাহিনীগুলো আত্মসমর্পণের পর ২০১৮ সালের ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। এরপর চার বছর ধরে শান্ত ছিল সুন্দরবনের পরিবেশ। তবে গত ১০ দিন ধরে একটি নব্য বাহিনীর পরিচয়ে বনদস্যুরা মুক্তিপণের দাবিতে সুন্দরবনে একের পর এক জেলেদের অপহরণ করা শুরু করেছে। তাদের দমনেই এবারের অভিযান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *