ভোলার ঘটনায় জড়িত কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ আইন ও আদালত এইমাত্র জাতীয়

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ফেসবুক আইডি হ্যাক হওয়ার জেরে ভোলার বোরহানউদ্দিনে ঘটে যাওয়া সহিংসতার ঘটনার তদন্ত চলছে। জড়িত হ্যাকার হোক আর যেই হোক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।


বিজ্ঞাপন

রোববার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো কে কে এ ঘটনার পেছনে জড়িত, একে একে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে এ অপচেষ্টা চালানো হচ্ছে। তবে কেউ আমাদের পথ রোধ করতে পারবে না। বোরহানউদ্দিনের ঘটনায় ফেসবুক হ্যাকের বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বর্তমান সরকার সে স্বপ্ন সফল করতে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব শুধু বাংলাদেশে নয় এখন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। শেখ হাসিনাই পারবেন বাংলাদেশ বদলে দিতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *