আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় মিনি বার-ক্যাসিনো

অপরাধ আইন ও আদালত এইমাত্র

নিজস্ব প্রতিবেদক : আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এর ৫৭ নম্বর সড়কের ১১/এ বাড়িতে এ অভিযান শুরু হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন

এসময়, বাসার ছাদে মিনি বার থেকে ক্যাসিনো সরঞ্জাম, বিপুল পরিমাণ মদ, গাঁজা, সীসার উপকরণ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

তবে, এ বাসায় এখন আর থাকছেন না তিনি ও তার পরিবার। স্বপরিবারে তিনি এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে স্থায়ীভাবে বসবাস করছেন। অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা যায় নি।

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ ও অকালপ্রয়াত নায়ক সোহেল চৌধুরীর মৃত্যুতে তার হাত আছে বলে গুঞ্জন আছে। শেয়ার বাজার কেলেঙ্কারিরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। সম্প্রতি শেয়ার বাজার কেলেঙ্কারির মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শেয়ার বাজার বিষয়ক বিশেষ ট্রাইবুন্যাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *