শিশুদের সুরক্ষায় কাজ করবে,নড়াইলের সন্তান সৌরভের তৈরি মোবাইল অ‍্যাপ “ঠকে গেলেন”

Uncategorized বিজ্ঞান ও প্রযুক্তি

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
অনলাইন কেনাকাটায় প্রতারণা যেন নিত‍্যদিনের সঙ্গী,ক্রমেই যেন বেড়েই চলেছে এই প্রতারণা। আর এই প্রতারণার তালিকায় প্রথমেই আছে কিশোর কিশোরী’রা,তাই অনলাইন কেনাকাটায় প্রতারণা বন্ধে এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সকলকে সচেতন করতে নড়াইলের সন্তান ১৭বছর বয়সী এক কিশোর মো:আশিকুর রহমান (সৌরভ) তৈরি করেছে একটি মোবাইল অ‍্যাপ। এই মোবাইল অ‍্যাপ এর মাধ্যমে অনলাইনে কেনাকাটা করতে গিয়ে প্রতারণার শিকার হলে অভিযোগ করা যাবে এবং সাইবার বিষয়য়ক সেবা নেওয়া যাবে। সৌরভের এই app কাজ করবে ১৩ থেকে ১৮ বছরের শিশুদের নিয়ে। বতর্মান সময়ে সব চেয়ে বেশি প্রতারণার শিকার হয় এই ১৩ থেকে ১৮ বছর বয়সী শিশু’রা। তারা না বুঝেই প্রতারকদের ফাদে পা দেয় এবং প্রতারণার শিকার হয়। আমাদের আশে পাশের প্রতারিত শিশু’রা বিভিন্ন সমস্যার কারণে প্রতারিত হওয়ার সত্ত্বেও অভিযোগ করতে চায় না। তারা যাতে ভয় না পেয়ে অভিযোগ করতে পারে তাই সৌরভ এই অ‍্যাপটি তৈরি করেছে। এই অ‍্যাপটির মাধ‍্যমে শিশু’রা অনেক সহজে অভিযোগ করতে পারবে। সৌরভের তৈরি এই মোবাইল অ‍্যাপটির নাম দিয়েছে ( ঠকে গেলেন | Thokay Gelen )। অ‍্যাপটির কারিগর নড়াইলের সন্তান সৌরভ সাংবাদিক মো:রফিকুল ইসলামকে জানান,আমি বিভিন্ন নিউজ চ‍্যানালে দেখেছি এই অনলাইন কেনাকাটাই প্রতারণার বিষয়ে এবং গুগলে থেকে আরো বেশি জানতে পারি এই প্রতারণার বিষয়ে। এই প্রতারণা বন্ধে এবং মানুষকে সচেতন করতে আমি এই app তৈরি করেছি। আশিকুর রহমান সৌরভ নড়াইল জেলার সদর উপজেলার আলাদাতপুর গ্রামের বাসিন্দা। বাবা-মা এর দুই সন্তানের মধ‍্যে সে বড়। লেখাপড়া করছেন,দ্বাদশ শ্রেণীতে,লেখাপড়ার পাশা পাশি করেন App তৈরির কাজ। সৌরভ আশা করে তার তৈরি এই app অনলাইন প্রতারণা বন্ধে বিশেষ ভূমিকা রাখবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *