চাঞ্চল্যকর সোহেল হাওলাদার হত্যার প্রধান পরিকল্পনাকারী ওহাব গ্রেফতার

অপরাধ আইন ও আদালত এইমাত্র

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের রাজৈর চাঞ্চল্যকর সোহেল হাওলাদার হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী এজাহারভূক্ত আসামী ওহাব শেখ @ ওহাব চৌকিদার(৫১)কে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের নৃশংস ও ঘৃন্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে খুন-গুমসহ নৃশংসতম অপরাধ সমূহ নিয়ে এলিট ফোর্স র‌্যাব বরাবরের মতই সর্বাধিক গুরুত্বের সাথে কাজ করে অধিকাংশ ক্ষেত্রেই অপরাধের মূল রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।


বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় জানা যায় গত ০৯ মে ২০১৯ তারিখ মাদারীপুরের রাজৈর থানা এলাকায় চাঞ্চল্যকর সোহেল হাওলাদার(৩২) হত্যাকান্ডে ঘটনার ঘটে। হত্যাকান্ডের পর আসামীদের গ্রেফতার ও ফাসির দাবীতে এলাকাবাসী মানববন্ধন করে যা বিভিন্ন পত্রিকায় প্রকাশ মারফত জানা যায়। উক্ত ঘটনা সংক্রান্তে রাজৈর থানায় রুজুকৃত মামলা নং-১২, তারিখঃ ১১/০৫/২০১৯ খ্রিঃ,ধারাঃ ৩০২/৩৪ দঃ বিঃ ১৮৬০ এর অন্যতম এজাহার নামীয় আসামী ওহাব শেখ @ চৌকিদার(৫১), জেলা-মাদারীপুর গা ঢাকাদিয়ে গ্রেফতার এড়াঁতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। সম্প্রতি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে ঐ মামলার এজাহারভুক্ত আসামীরা ঢাকা ও এর আশ পাশ এলাকায় আত্মগোপনে আছে। র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গত ২৭/১০/২০১৯ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে আাসামী ওহাব শেখ @ ওহাব চৌকিদার(৫১), জেলা-মাদারীপুর’কে গ্রেফতার করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ওহাব হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং সে জানায় এই হত্যাকান্ডে আরও ৭/৮ জন জড়িত রয়েছে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *