মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নানা আয়োজনে নড়াইলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দিবসটি পালন উপলক্ষে জেলা ছাত্রলীগের আয়োজনে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলি। এছাড়াও রক্তদান কর্মসুচি,বিকালে বর্ণ্যাঢ্য র্যালি,কেক কাটা ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জেলা আওয়ামী-লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূইয়া,সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহুল ঘোষ,সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ জেলা উপজেলা পৌর শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিকালে শহরের পুরাতন বাসটার্মিনাল থেকে র্যালি শুরু হয়ে রুপগঞ্জ বাজারের অলোক কুন্ডু মার্কেট চত্বরে এসে শেষ হয় এবং পরে ঐ স্থানে কেক কাটা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।