মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং উত্তম ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ ২০২২ (আইজি’জ ব্যাজ)”পেলেন,নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গত (৫ জানুয়ারি) সম্মানজনক এই ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম। উলেখ্য,মোসাঃ সাদিরা খাতুন,নড়াইল জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত নানা সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে সফল হয়েছেন। এছাড়াও তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অল্পদিনেই আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার স্বীকৃতিস্বরুপ তিনি পেলেন,বাংলাদেশ পুলিশের “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ ২০২২ (আইজি’জ ব্যাজ)। পুলিশ সুত্রে এ তথ্য পাওয়া যায়।