নড়াইলে সুলতান মেলা উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়া’র গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Uncategorized খেলাধুলা

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুলতান মেলার পঞ্চম দিনে ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। (১১ জানুয়ারি) বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন কুড়ির ডোব মাঠে বিভিন্ন উপজেলা থেকে আসা ১৬ জন কোচোয়ান গাড়িসহ প্রতিযোগিতায় অংশ নেন। মাঠের এক প্রান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ঘোড়ার গাড়ি। বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে চালকরা তাদের ঘোড়া ছুটিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতা দেখতে মাঠের চারপাশে নানা বয়সের হাজারো উৎসুক দর্শনার্থী ভিড় জমায়। সুলতান মেলায় বাড়তি মাত্রা যোগ করতে এবার লাঠি খেলা,কলা গাছে ওঠা,ভলিবল,হ্যান্ডবল, হাড়ি ভাঙা,ঘোড়ার গাড়ির দৌড়,কুস্তি,দড়ি টানাটানি, নারী কাবাডি,ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি সুলতান মেলার সমাপনী দিনে গ্রামীণ ক্রীড়া উৎসবের এসব প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান আয়োজক সংশ্লিষ্টরা। মায়ের সঙ্গে ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতা দেখতে আসা ছোট্ট শিশু বলেন,আমরা আগে কখনো ঘোড়া দৌড় দেখিনি। আজ দেখতে এসে খুব মজা পাচ্ছি। বয়োজ্যেষ্ঠ জাকির হোসেন বলেন,খেলাধুলা সুলতান মেলার পুরাতন ঐতিহ্য। এ মেলায় গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের খেলাধুলা হয় যা দেখে আমাদের পুরাতন স্মৃতিগুলো চাঙ্গা হয়। পুরাতন এই খেলাধুলার সঙ্গে আমাদের নতুন প্রজন্মের তেমন একটা চেনা জানা নেই। এ ধরনের আয়োজন হলে ভবিষ্যৎ প্রজন্ম ও যুবসমাজ আমাদের পুরাতন সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে এবং সবার মধ্যে এক নতুন উদ্দামের সৃষ্টি হবে। জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও সুলতান মেলা কিউট গ্রামীণ উৎসব পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আব্দুর রশীদ মন্নু বলেন,আকাশ সংস্কৃতি ও আধুনিকতার ছোঁয়ায় আমাদের থেকে প্রাচীন খেলাধুলা হারিয়ে যাচ্ছে। বিলুপ্ত প্রায় খেলাধুলা গুলোকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। যুবসমাজকে মোবাইল ফোন ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে নতুন উদ্যমে সমাজে গঠনে অগ্রগামী করতে সুলতান মেলায় প্রতিবছরই গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। এ ধরনের সুস্থ সংস্কৃতির আয়োজন দেখে নতুন প্রজন্ম কিছুটা হলেও অনুপ্রাণিত হবে বলে আশা করি। নড়াইলে চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই সপ্তাহব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে ৭ জানুয়ারি থেকে,চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। মেলায় বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলাতানের জীবন দর্শন, শিল্পীসত্তা ও কর্মময় জীবনের ওপর প্রতিদিন সেমিনার অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী,শিশু-কিশোরের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এছাড়াও মেলাকে প্রাণবন্ত করে তুলতে দেশের বিভিন্ন জেলা থেকে রকমারি পসরা নিয়ে দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আগামী ২০ জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত একজন গুণী চিত্রশিল্পীকে ‘সুলতান পদক-২০২২’ এ ভূষিত করবেন। ওই সময় শিল্পীর হাতে ‘সুলতান স্বর্ণপদক’ তুলে দেবেন বলে জানিয়েছেন আয়োজক’রা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *