মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলাধীন ৮নং দিঘলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড তালবাড়িয়া গ্ৰামের এক বাঁক প্রতিবন্ধী মহিলা ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিতা ওই বাঁক প্রতিবন্ধী মহিলাকে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,পরে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করেন। খোঁজ নিয়ে জানা যায়,এক বাঁক প্রতিবন্ধী মহিলাকে তালবাড়িয়া গ্রামের অহিদুর শেখ এর ছেলে শামীম শেখ (১৫) জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার মহিলা বাড়ির পাশের একটা মাছের ঘেরের পাড়ে ছাগল চরাতে যায়। এসময় লম্পট শামীম শেখ বাঁক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ করে। গত (১১জানুয়ারি) বুধবার বিকেলে ওই গ্রামের সমাজ পতি’রা সহ ৮ থেকে১০ জন যুবক একত্র হয়ে এবং ধর্ষিতা ওই ধর্ষককে চিহ্নিত করে এসময় স্থানীয়’রা লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ ধর্ষককে আটক করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান,ধর্ষণকারীকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে,ভীকটিম নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলেও জানান।