শুভেচ্ছা সফরে বাংলাদেশ এসেছে ব্রিটিশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ

Uncategorized আন্তর্জাতিক


নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল যুক্তরাজ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘HMS TAMAR’০৭ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছায়। এসময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফে›স এ্যাটাশেসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জাহাজের অধিনায়ক কমান্ডার এলিয়ট-স্মিথ টেইলো (Commander Elliot-Smith Teilo) এর নেতৃত্বে ১৬ জন কর্মকর্তাসহ মোট ৫৯ জন সদস্য এ শুভেচ্ছা সফরে অংশগ্রহণ করছেন।

জাহাজের অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানসহ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়াও জাহাজটির নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা নির্ভীক, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিক্স (SMWT) বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। ৭ দিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ২২ জানুয়ারি ২০২৩ বাংলাদেশ ত্যাগ করবে। (তথ্য সূত্র ঃ আইএসপিআর)


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *