নড়াইলে মেলা দেখতে গিয়ে ইয়াছিন নামের এক যুবক নিখোজ,থানায় জিডি,স্বজনদের হাহাকার,সন্ধান চাই

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা’র কালিয়া উপজেলা চাচুড়ী ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের বিল্লাল মোল্যা ও বর্তমান নড়াইল পৌর-সভার ভওয়াখালী গ্রামের ভাড়াটিয়া মো:বিল্লাল হোসেন মোল্যা’র ছেলে মো:ইয়াছিন মোল্যা (২২) গত (১৬ জানুয়ারি) সোমবার রাত আনুমানিক ৮টার সময় বাড়ি থেকে লাল কালো রঙের পাল্সার মোটরসাইকেল নিয়ে হিজলডাঙ্গা’র মেলা দেখতে যায়,পরে রাত ১১টা বাজলেও মো:ইয়াছিন মোল্যা বাড়িতে ফিরে না আসায় বাড়ির সকলে চিন্তায় পড়ে যায়। এসময় আশেপাসের আন্তিয়দের বাড়িতে এবং বন্ধুদের কাছে মোবাইলে খুজাখিজি করলে মো:ইয়াছিন মোল্যাকে না পাওয়া গেলে,দুই দিন পরে গত (১৮ জানুয়ারি) বুধবার নড়াইল সদর থানায় একটি সাধারণ ডাইরী জিডি করা হয়,যার জিডি নং-৭৫১। মো:ইয়াছিন মোল্যা (২২) ভওয়াখালী’র বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো কালো প্যান্ট,নিল চাদোর,কালো কোট,লাল জুতা,গায়ের রঙ শ্যামলা,উচ্চতা,মিডিয়াম। সাথে ছিলো লাল কালো রঙের একটি পাল্সার মোটরসাইকেল,ব্যবহারীত মোবাইল ফোন যার নাম্বার-01319753173 বর্তমান নাম্বাটি বন্ধ পাওয়া যাচ্ছে। যদি কোন সরিদয়বাণ ব্যক্তী ইয়াছিন মোল্যা’র সন্ধান দিতে পারেন,তাহলে অভাগা-মা বাবা ফিরে পাবে তার সন্তানকে। যোগাযোগ ইয়াছিন মোল্যা’র বোন,শিরিনা বেগম-01734675973 নড়াইল পৌর-সভা ভওয়াখালী নড়াইল সদর নড়াইল।
অথবা যোগাযোগ সাংবাদিক মো:রফিকুল ইসলাম,মোবাইল-01730895060? নড়াইল সদর নড়াইল।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *