পিংকি জাহানারা ঃ দীর্ঘ দুই দশক পর অনুষ্ঠিত হয়েছে খুলনা মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
মঙ্গলবার ২৪ জানুয়ারি, সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খুলনা মহানগরীর শিববাড়ি মোড়স্থ পাবলিক হল চত্বরে ক্ষমতাসীন দলের পদ প্রত্যাশীদের সরব উপস্থিতির মধ্যে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
এছাড়া উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল হোসেন নিখিল, খুলনা -২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল ( বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র), খুলনা জেলা পরিষদের সভাপতি শেখ হারুনুর রশীদ ,শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রনালয় প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক,, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা,,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শ্রী পীযুষ শান্তি ভট্টাচার্য।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান জামাল এবং সঞ্চালনা করেন শেখ শাহজালাল হোসেন সুজন প্রমুখ।
