নড়াইলে শিক্ষক কর্তিৃক ছাত্রী শ্লীলতাহানীর শিকার অভিযোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ওই স্কুলের এক সহকারি শিক্ষক শ্লীলতাহানী করার অভিযোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত (২৪ জানুয়ারি) মঙ্গলবার বেলা ৪টার দিকে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তুলারামপুর-শেখহাটি সড়কে এলাকার নারী-পুরুষ ও অভিভাবকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন,সহকারি অধ্যাপক রমেশ চন্দ্র অধিকারী,
শেখহাটি ইউনিয়ন 8ং ওয়ার্ড আওয়ামী-লীগের সভাপতি অসীম কুমার পাল,বিপ্রদা প্রসন্ন মল্লিক,
অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক,সুধীর কুমার পাল,স্মৃতি পাল, সুলভ অধিকারী প্রমূখ। বক্তা’রা বলেন,হাতিয়াড়া গ্রামের নিরোধ গোস্বামীর ছেলে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুকান্ত কুমার গোস্বামী (৪০) শিক্ষকতার আড়ালে বেশ কিছুদিন যাবত মেয়েদের উত্ত্যক্ত ও শ্লীলতাহানী করে আসছিল। গত ১৮ জানুয়ারি বেলা ৩টার দিকে স্কুলের এক ছাত্রীকে পড়ানোর কথা বলে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি নির্জন শ্রেণীকক্ষে নিয়ে যায়। মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার স্পর্শকাতরস্থানে হাত দেই ওই শিক্ষক। ওই মেয়েটি সঙ্গে সঙ্গে বিষয়টি সহপাঠীদের জানায় এবং মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে মাকেও বিষয়টি জানায়। স্কুল ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শান্তির দারীতে মানববন্ধন করেন,স্থানীয় এলাকা বাসি। গুয়াখোলা’র এ ঘটনার আগে করোনা টিকা নিয়ে নড়াইল থেকে বাড়ি ফেরার পথে ওই মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয়ার অজুহাতে সেদিনও মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দেন ওই শিক্ষক। মেয়েটি ঘটনার প্রতিবাদ করলে তাকে পরীক্ষায় ফেল করানোর হুমকি দেন তিনি। এই ঘটনা ছাড়াও শিক্ষক নামধারী সুকান্ত গোস্বামী অনেক ছাত্রীকে উত্ত্যক্ত করেছেন। আমরা এলাকাবাসী ও অভিভাবক’রা মহান শিক্ষকতা পেশা থেকে লম্পট সুকান্ত গোস্বামীর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মানব বন্ধন শেষে নারী ও পুরুষ’রা সুকান্ত গোস্বামীর কুকৃতির বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে প্রতিবাদ করেন। গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল জানান,ভূক্তভোগী ওই মেয়ের মা গত ২২ জানুয়ারি ঘটনা উল্লেখ করে শিক্ষক সুকান্ত কুমার গোস্বামী বিরুদ্ধে অভিযোগ দাখিলের পর শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করেছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সহকারি শিক্ষক সুকান্ত কুমার গোস্বামীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তের জন্য স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য রতন ভৌমিককে আহবায়ক,সহকারি প্রধান শিক্ষক শিখা রাণীকে সদস্য করে মোট ৫সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭কর্মদিবসের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। অভিযুক্ত সুকান্ত কুমার গোস্বামী’র পরিবার সাংবাদিকদের বলেন,আপনারাও মানুষ,আপনারা ওই মেয়েটাকা তো দেখেছেন,তাহলে বলেন ওই মেয়েটার গায়ে কিভাবে হাত দেয় শিক্ষক বলতে পারবেন,ওই মেয়ের গায়ে শিক্ষক হাত দিতে পারে এমন কথা বলাও পাপ। এটা স্কুলের গ্রুপিং,ওই মেয়েটার দেখতেও ভালো না এবং বয়াসও হয়নি,মেয়েটি শিশু মেয়েটি আপনাদের সামনে কিছুই বলেনি,কথা বলেছে মেয়েটির পিছন থেকে,সেই শেখানো কথায় বলেছে এবং মেয়েটি বলেছে ওনা’রা যা বলেছে সত্যি,তাহলে আপনারাই বোঝেন,সত্য তুলে ধরেন,এটাই সাংবাদিকদের উপরে আমাদের দাবি। এ ব্যাপারে অভিযুক্ত সুকান্ত কুমার গোস্বামী জানান,আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলক ভাবে আমার প্রতিপক্ষ’রা মানববন্ধন ও মিছিল করেছে। ঘটনাটি সম্পূর্ণ সাজানো,আমি এ ধরনের ঘটনার সঙ্গে আদৌ জড়িত নই,এ ঘটনার সঠিক তদন্ত করলে,কোনটা সঠিক বেরিয়ে আসবে এবং আমার নামে মিথ্যা অভিযোগ কারি’রাও বেরিয়ে আসবে বলেও জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *