মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে অসহায় ও দুঃস্থ্য শীতার্থদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ১হাজার ২শ’ কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে জেলা পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়। জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত এসব কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ লুৎফর রহমান,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সিকদার,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামীমসহ আরো অনেকে। জানা যায়,জেলা পরিষদ চত্বরে মোট ১ হাজার ২’শ কম্বলের মধ্যে ৭শ কম্বল বিতরণ করা হয়। বাকি ৫শ কম্বল জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে তাঁদের নির্বাচনী এলাকায় বিতরণ করা হয়।