নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে নীলফামারী জেলা পুলিশের আয়োজনে অসহায় শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা, একটা শীতের কাপড় দেবে? আসুন সাবাই মিলে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।
গত শুক্রবার ২৭ জানুয়ারি, নীলফামারী জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষে পুলিশ লাইন্স নীলফামারী মাঠে ৩০০ (তিনশত) জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নীলফামারী জেলার বৃত্তবান নাগরিকদেরকে সমাজের অসহায় মানুষের পাশে থাকার আহব্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) রংপুর, এসএম রশিদুল হক, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) রংপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম পুলিশ সুপার নীলফামারী।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী, মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) নীলফামারী, আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নীলফামারী, মোঃ মমিনুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক, (সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) নীলফামারী; সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ সহ জেলা পুলিশ নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
