খুলনায় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


পিংকি জাহানারা ঃ গত ২৪ জানুয়ারী ইন্টার্ন চিকিৎসকদের আবাসন স্থানের প্রয়োজনীয় সম্প্রসারণ, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী কর্তৃক চিকিৎসক ও স্বাস্থ্য প্রতিষ্ঠান তদারকির দায়িত্ব ডিসিদের উপর হস্তান্তরের প্রস্তাব প্রত্যাহার, রোগীদের যথাযথ চিকিৎসার প্রয়োজনে জনবল,অবকাঠামো, যন্ত্রপাতি , কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ঔষধপত্রের সংকট নিরসনের দাবী প্রসঙ্গে বুধবার ১ ফেব্রুয়ারি, বেলা ১২ টায় বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম।

তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রনালয়ের মন্ত্রী চিকিৎসক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের তদারকির দায়িত্ব ডিসিদের ওপর হস্তান্তরের যে নির্দেশ দিয়েছেন তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

রোগীদের উপযুক্ত চিকিৎসা স্বার্থে স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে প্রয়োজনীয় জনবল, অবকাঠামো, যন্ত্রপাতি ও ঔষধের সংকট নিরসন করতে হবে।

কৃত্য-পেশাভিত্তিক মন্ত্রনালয় প্রতিষ্ঠা এবং আন্তঃ ক্যাডার বৈষম্য রোধ করতে হবে।
তিনি আরও বলেন,চিকিৎসা দিতে গিয়ে কোনো মৃত্যু ঘটলে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর অপরাধ প্রমানিত না হওয়া পর্যন্ত তারা রাষ্টের কাছে দায়মুক্তি ভোগ করার যে আইন আছে ( বাংলাদেশ দন্ড বিধি ধারা – ৮৮,৮৯)
তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

দাবি সমূহ পূরণ হলে বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসকরা নির্বিঘ্নে চিকিৎসা দিতে পারবে এবং রোগীরা স্বস্তিতে কার্যকর চিকিৎসা দিতে পারবে বলে বিষয়টি নিশ্চিত করেন বিএমএ’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *