সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কিডনিতে ‘ক্রিয়েটিনিনের’ মাত্রা বেড়েছে। তার রক্তে ‘ইনফেকশন’র উপস্থিতি পাওয়া গেছে। এ সমস্যাগুলো নিয়ন্ত্রণে এলেই তার বাইপাস সার্জারি হবে।
মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হারিসুল হক এবং ডা. এসএম মোস্তফা জামান।
এদিকে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যালোচনায় আজ সে দেশের সময় বেলা সাড়ে ১২ টায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড বসবে। কার্ডিওলোজিস্ট ফিলিপ কোহ-এর নেতৃত্বে বোর্ডে আছেন থোরাসিক সার্জন সিবাসত কুমারসামি, ইনফেকশন ডিজিজ প্রতিরোধ বিশেষজ্ঞ অশোক কুমার, কিডনি বিশেষজ্ঞ হো চি কুম এবং আইসিইউ ইনচার্য সং কো মিং।
বোর্ড ওবায়দুল কাদেরের সার্বিক অবস্থা নিয়ে তার সাথে থাকা চিকিৎসক নিউরোলজিস্ট ডাঃ আবু নাসের রিজভীর সাথে আলোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত হবে।
এমনটাই জানিয়েছেন ডাঃ আবু নাসের রিজভী। তিনি জানান, ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতি হচ্ছে।