যশোর প্রতিনিধি : ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভারের প্রিন্টার কাজ না করায় বেনাপোল বন্দর দিয়ে তৃতীয় দিনের মত পণ্য আমদানি বন্ধ রয়েছে। তবে রপ্তানি হচ্ছে আংশিক। স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা।
বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, ‘শনিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত এ পথে আমদানি বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের চালান পেট্রাপোলে গ্রহণ করা হচ্ছে।’
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী জানান, পেট্রাপোলের সমস্যা সমাধানে ভারতীয় কাস্টমস চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমদানি বন্ধ থাকায় বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় কয়েক শত পণ্য বোঝাই ট্রাক পেট্রাপোলে আটকা পড়েছে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, ‘এসব পণ্যের মধ্যে শিল্পকারখানায় ব্যবহৃত কাঁচামাল, খাদ্যদ্রব্য ও পচনশীল পণ্যও রয়েছে। দ্রুত বাণিজ্য সচল না হলে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়বেন।’