নড়াইলে জমিতে চাষ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার যুবক ইয়াকুব আলী,আদালতে মামলা দায়ের

Uncategorized অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের আউড়িয়া ইউনিয়নের মুলদাইড় গ্রামের আক্কাস ভূইয়া’র ছেলে ইয়াকুব আলী (২৭)কে একই মুলদাইড় গ্রামের মৃত-নুর মোহাম্মাদ শেখ এর ছেলে জাকারীয়া শেখ (৪৬),মহাশিন শেখ (৩৬),জাকারীয়া শেখ এর ছেলে সাব্বির শেখ (১৮),মৃত-আব্দুল খালেক শেখ এর ছেলে খয়ের শেখ (৫২) এবং ভাড়াটিয়া ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী আতর্কিত হামলা করে বলে অভিযোগ করে ইয়াকুব আলী। খোঁজ নিয়ে জানা যায়,গত (৭ ফেব্রয়ারী) মঙ্গলবার সকালে নিজেদের জমি চাষ করতে মাঠে গেলে হামলাকারী’রা ইয়াকুব আলী’র উপরে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা করে। এসময় ইয়াকুব আলী’র আন্তচিৎকারে স্থানীয় জমিতে কৃষেণ দেয়া কৃষক’রা এগিয়ে আসলে হামলাকারী’রা হুমকী ধামকি দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়’রা গ্রুতর আহত ইয়াকুব আলীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তোভোগী পরিবারের বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পস্তুতি চলছে বলে জানান। সন্ত্রাসী হামলার শিকার ইয়াকুব আলী সাংবাদিকদের জানান,গত কাল মঙ্গলবার সকাল ১০ টার সময় নিজের মায়ের জমিতে কৃষি কাজ করতে গেলে এলাকার দুর্বৃত্ত’রা ও ভাড়াটিয়া সন্ত্রাসী’রা আমার উপরে হামলা করে কুপিয়ে ও পিটিয়ে গ্রুতর আহত করে। ঘটনার তদন্ত সুত্রে জানা যায়,মৃত-হানিফ শেখের রেখে যাওয়া সম্পতি’র উত্তরসূরী হিসেবে তার দুই মেয়ে মাছুরা বেগম (৫৮) ও হাজেরা বেগম (৬৫) বর্তমানে তাদের সন্তান (ইয়াকুব আলী) সেই সম্পত্তির মালিক সূত্র ধরে দীর্ঘদিন যাবৎ চাষ করে আসছিল,এসময় জমিতে ইয়াকুব আলীকে একা পেয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে বলে অভিযোগ করেন,ইয়াকুব আলী ও তার স্বজন’রা। মুলদাইড় ৭নং ওয়ার্ডের মেম্বার সাইদুল ইসলাম,মুঠোফোনে বলেন,হামলার শিকার ইয়াকুব আলী’র দায়েদী জাকারিয়া সেখ,ওই জমি দখল দেয়ার জন্য আগেই জমি ভরে ধানের চারা ছিটিয়ে রেখেছিলো। গত কাল সেই জমি ইয়াকুব আলী ধান রপন করতে গেলে জাকারিয়া সেখ ইয়াকুব আলীকে মারধোর করে বলে জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *