ছয়টি সংসদীয় আসনে উপ-নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক : বিএনপির দলীয় এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনে সদ্য অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।
গতকাল বুধবার ৮ ফেব্রুয়ারি, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সংসদ ভবন কার্যালয়ে নতুন ছয় এমপিকে এ শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত এমপিরা রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

শপথ নেয়া নব-নির্বাচিত ছয় সংসদ সদস্যরা যথাক্রমে, ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এ, কে, এম রেজাউল করিম তানসেন (জাসদ), বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু (বাংলাদেশ আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মু. জিয়াউর রহমান (বাংলাদেশ আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ (বাংলাদেশ আওয়ামী লীগ) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঞা (স্বতন্ত্র)।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিএনপিদলীয় এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনে উপ-নির্বাচনে গত ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *