মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলার বিছালী ইউনিয়ন বাসি’র উন্নয়নে সর্বদা ছুটে চলছেন,ইউনিয়ন বাসি’র গর্ব জননেতা চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক। ইউনিয়ন বাসি বলেন,বিছালী ইউনিয়নের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক অল্প সময়ের মধ্যে ইউনিয়ন বাসি’র নয়নের মনি খেতাব লাভ করেছেন। বিছালী ইউনিয়নে এ পর্যন্ত যত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,তাদের থেকে চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক এর কোন তুলনা হয় না,এ যেন গরিবের বন্ধু,কিভাবে ইউনিয়নকে স্বচ্ছ রাখতে হবে এটাই তার নেশা ও প্রেশা। অল্প দিনের মধ্যে ইউনিয়নকে ঢেলে সাজানোর মত সাজাচ্ছেন এ চেয়ারম্যান। রাস্তা ঘাট,কালভার্ট,স্কুল মাদ্রাসা, কবরস্থান,মসজিদ,মন্দিরসসহ সকল উন্নয়ন মূলক কাজে ব্যস্ত সময় পার করছেন। চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক দেখিয়ে দিলেন,সকলে মিলে একতাবদ্ধ থাকলে সবই সম্ভব,কাদাঁ ছোড়াছুঁড়ি করলে কোন কিছুর সুফল আসেনা বলেও জানান। ইউনিয়নের উন্নয়ন ও সার্বিক বিষয়ে বিছালী ইউনিয়নের চেয়ারম্যান এবং গরিব অসহায়দের নয়নের মনি,ইউনিয়ন বাসির বন্ধু হিমায়েত হুসাইন ফারুক বলেন,আমার কোন কথা নেই,ইউনিয়ন বাসি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের পাসে দাড়াতে আমাকে নির্বাচিত করেছেন,আমি ইউনিয়ন বাসির কাছে কৃতজ্ঞ। আমি আমার ইউনিয়নের সকল কর্মকান্ড ইউনিয়ন বাসিকে সাথে নিয়ে করছি এবং সকলের সাথে আলাপ আলচনা করেই উন্নয়ন মূলক কাজ করছি। এ সব ইউনিয়ন বাসির প্রাপ্য অধিকার। আপনা’রা জানেন,আপনার ভালো কেউ দেখবে না,একজন জনপ্রতিনিধী,চেয়ারম্যান ইউনিয়নের সকলের মন জঁয় করতে পারে না,বিপক্ষে বলবেই এটাই নিয়ম। আমি যত দিন এই চেয়ারে থাকবো ততদিন দেশ তথা জনগণের কল্যানে কাজ করে যাব,একদিন ইউনিয়ন বাসি বুঝতে পারবে আমি ইউনিয়ন বাসির জন্য কত টুক করেছি বা করতে পেরেছি বলেও জানান তিনি।