তুরস্কে বাংলাদেশ থেকে যাবে আরো ত্রাণ সামগ্রী

Uncategorized আন্তর্জাতিক


কুটনৈতিক বিশ্লেষক : বাংলাদেশের জনসাধারণের ব্যাক্তিগত উদ্যোগে জমাকৃত ১৫ হাজার টন ত্রাণ তুরস্কে পৌঁছেছ। এর মধ্যে গতকাল সকালে তুর্কী এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫ টন এবং আজকে আরেকটি ফ্লাইটে ১০ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষজন।

এছাড়া আরো ১০০ টন ত্রাণ সামগ্রী বহন করে নিয়ে যেতে আজ রাতে তুরস্কের একটি কার্গো এয়ারলাইনস বাংলাদেশে পৌছানোর কথা রয়েছে।

এছাড়াও সরকারি উদ্যোগে তুরস্কের জন্যে আরো দশ হাজার তাঁবু পাঠিয়েছে বাংলাদেশ। প্রথমবার ২ হাজার তাঁবু পাঠানোর পর তুর্কীয়ে সরকার বাংলাদেশের কাছে আরো দশ হাজার তাঁবু সহায়তা চেয়েছিল। সে চাহিদা অনুযায়ী তাঁবু গুলো পাঠানো হয়েছে।

ঢাকায় এক সংবাদ সম্মেলনে তুর্কীয়ে রাষ্ট্রদূতের পক্ষ হতে তার দেশের জন্যে ত্রাণ সহায়তা চাইলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন বিভিন্ন ত্রাণসামগ্রী ঢাকার কূটনৈতিক জোনে অবস্হিত Turkish Cooperation and Coordination Agency (TIKA) অফিসে পাঠাতে শুরু করে। সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২০ই ফেব্রুয়ারী পর্যন্ত বাংলাদেশ থেকে ত্রাণ সহায়তা গ্রহণ করবে দেশটি। ( তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *