কুটনৈতিক বিশ্লেষক : ভারতে অনুষ্ঠিত এয়ারশো AEROINDIA 23 এ পরিদর্শন কালে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার এবং নেভী চীফের সাথে বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর সিকিউরিটি এডভাইজর মেজর জেনারেল অবঃ তারিক আহমেদ সিদ্দিক। এসময় দুদেশের সামরিক সম্পর্ক বৃদ্ধির নানান দিক নিয়ে আলোচনা হয়।
এয়ারশোতে অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত F-35 স্টেলথ ফাইটার।
এই এয়ারশোর মধ্য দিয়েই উপমহাদেশেে প্রথমবারের মত আগমন ঘটল বর্তমান বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমানটির। (তথ্য সূত্র ঃ ডিফেন্স রিসার্চ ফোরাম)