দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৭টি অভিযোগের বিষয়ে ৪ টি দপ্তরে অভিযান ও ৩ টি দপ্তরে পত্র প্রেরণ

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ অবৈধভাবে রেলওয়ে জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় থেকে গত বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি, একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে টিম রেলভবন এবং রেলওয়ের বিভাগীয় প্রশাসনিক ভুসম্পত্তি অফিস পরিদর্শন করে কর্মকর্তাদের সাথে অভিযোগের বিষয়ে কথা বলেন। অতঃপর একজন সার্ভেয়ার নিয়ে টিটিপাড়া রেলওয়ের সম্পত্তি এবং জুরাইন রেললাইনের পাশে নির্মিত অবৈধ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করা হলে কিছু সম্পত্তি রেলওয়ে কর্তৃক ইজারা দেওয়া এবং কিছু জায়গায় অবৈধ স্থাপনা রয়েছে বলে প্রতীয়মান হয়। এ বিষয়ে দালিলিক প্রমাণাদি দাখিলের জন্য রেলওয়ে প্রশাসনিক বিভাগের বিভাগীয় ভূসম্পত্তির প্রধান সহকারীকে নির্দেশক্রমে অনুরোধ করে টিম। সকল রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।


চুয়াডাঙ্গার কার্পাসডাঙা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ না করেই বিল আত্মসাতের অভিযোগঃ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ না করেই কাবিখা প্রকল্পের অর্থ উত্তোলন পূর্বক আত্মসাতের অভিযোগের প্রক্ষিতে দুদক, সজেকা, ঝিনাইদহ হতে গতকাল আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের অধীনে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে বাস্তবায়নকৃত বিভিন্ন কাবিখা প্রকল্প পরিদর্শন করে এনফোর্সমেন্ট টিম। পরিদর্শনকালে কাজ না করেই অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট প্রদানে বিলম্ব ও ঘুষ দাবির অভিযোগঃ

আঞ্চলিক পাসপোর্ট অফিস, সুনামগঞ্জ এর কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট প্রদানে বিলম্ব ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিত গতকাল দুদক, সজেকা, সিলেট থেকে আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনা কালে প্রথমে সেবা গ্রহীতার ছদ্মবেশে লাইনে দাড়িয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করে টিম। এসময় অফিসের কম্পাউন্ডে দালালের উপস্থিতি দেখতে পাওয়া যায়।

এরপর পাসপোর্ট আবেদনকারীরা দুদক টিমকে জানায়, অতিরিক্ত টাকার বিনিময়ে আবেদনে মার্ক বা বিশেষ চিহ্ন দিয়ে দেওয়া হয় যা গৃহিত হয় এবং চিহ্ন বিহীন আবেদনগুলোতে নানান ধরনের কাগজের অজুহাত দেখিয়ে ঘুষ দাবি করে।

অভিযান পরিচালনা কালে আবেদনে বিশেষ চিহ্নের সত্যতা পায় টিম। সামগ্রিক বিষয়ে অফিস প্রধান এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উক্ত বিষয়ে সর্তক করে টি। অভিযান প্রসঙ্গে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।

গাজীপুর তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ঘুষের বুনিময়ে অবৈধ সংযোগঃ

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, গাজীপুর এর কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ঘুষের বুনিময়ে অবৈধ সংযোগ প্রদানে সহযোগিতা করার প্রেক্ষিতে গতকাল দুদক, সজেকা, গাজীপুর থেকে আরও একটি এনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা কালে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে উপব্যবস্থাপনা পরিচালক এবং অভিযোগ সংশ্লিষ্ট কর্মচারীদের সাথে কথা বলে বেশ কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সংক্রান্ত রেকর্ডপত্র সংগর্হপূর্বক পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৩টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *