খুলনায় গম চুরির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে হয়রানিমুলক মামলার প্রতিবাদে প্রতীকি ধর্মঘাট পালিত

Uncategorized অপরাধ


পিংকি জাহানারা : গম চুরির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতীকী ধর্মঘট পালিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে সরকারি খাদ্য শস্য পরিবাহিত গাড়ির ড্রাইভার দ্বারা চুরি হওয়া গমের জন্য খাদ্য বিভাগ কর্তৃক ঠিকাদারদের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খুলনা খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতি ও বহুমুখী সমবায় সমিতি লিঃ এর যৌথ আয়োজনে আজ বেলা ১১ টায় খুলনা মহানগরীর ৪ নং ঘাটে প্রতীকী ধর্মঘট পালন করে ঠিকাদাররা।

প্রতীকী ধর্মঘটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা খাদ্য পরিবহন সড়কপথ ঠিকাদার সমিতির প্রধান উপদেষ্টা মোস্তফা কামাল খোকন।

রাজশাহী খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সভাপতিত্ব করেন খুলনা খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি আলহাজ্ব মাকসুদ আলম খাজা।

খুলনা পরিবহন ঠিকাদার সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ বেল্লাল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক এমডি নজরুল ইসলাম।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বহুমুখী সমবায় সমিতির সভাপতি এমডি ওহিদুল ইসলাম
খুলনা খাদ্য পরিবহন সড়কপথ ঠিকাদার সমিতির সম্পাদক মোঃ সেলিম রেজা,সহ সভাপতি নূরে আলম সিদ্দিকী লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হাওলাদার, কোষাধ্যক্ষ মোল্লা আবুল কাসেম,কোষাধ্যক্ষ আলহাজ্ব আজিজুর রহমান স্বপন, প্রচার সম্পাদক জাহিদ হোসেনসহ ঠিকাদার সমিতির সদস্যবৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *