নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশ যশোরের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, যশোর, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, যশোর, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর, মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) যশোর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।