নিজস্ব প্রতিবেদক : সোমবার ২০ ফেব্রুয়ারী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিম কর্তৃক ঢাকা মেট্রোপলিটন এলাকার গ্রীনরোড এলাকা, লালমাটিয়া মহিলা কলেজ এবং লালমাটিয়া কলোনি মাঠ সংলগ্ন স্ট্রিট ফুড পরিদর্শন করা হয়।
পরিদর্শন কালে খাদ্য নিরাপদতার বিভিন্ন বিষয় যেমন নিরাপদ পানি ব্যবহার, হাইজিন, লেবেলবিহীন পণ্য প্রত্যাহার ও খবরের কাগজে খাবার বিক্রি না করার বিষয়ে বিক্রেতাদের সতর্ক করার পাশাপাশি স্ট্রিট ফুড বিক্রেতাদের হাইজিন সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা এর নেতৃত্বে কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করেন মেহরীন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য অফিসার ঢাকা মেট্রোপলিটন, জনাব ইসরাত জাহান, নমুনা সংগ্রহ সহকারী এবং সহায়ক স্টাফগণ।