চটপটি ব্যবসার আড়ালে ইয়াবা ব্যাবসা করতে গিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

Uncategorized আইন ও আদালত



টেকনাফ প্রতিনিধি : গতকাল রাতে ১০ হাজার পিস ইয়াবা সহ ডিএনসির হাতে আটক হল টেকনাফ মেরিন ড্রাইভের শিশু পার্ক সংলগ্ন কথিত চটপটির দোকানদার জহির আহমেদ (৩৭) এবং তার সহযোগী মোহাম্মদ করিম উল্লাহ ( ২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, গতকাল ২১ ফেব্রুয়ারি, রাত ৮ টার সময় তার টিম জহির আহমেদ ও তার সহযোগী কলিম উল্লাহকে মেরিন ড্রাইভের শিশু পার্ক সংলগ্ন এলাকা হতে ১০ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
তিনি আরও জানান গ্রেফতারকৃত দুজন হলেন টেকনাফ সদরের খোনকার পাড়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে মোহাম্মদ জহির (৩৭) এবং একই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে করিম উল্লাহ (২৫)।

চটপটির দোকানের নামে মোহাম্মদ জহির মুলত টেকনাফের একটি শীর্ষ ইয়াবা সিন্ডিকেটের মূল হোতা।
তাকে গ্রেফতার করায় তার সিন্ডিকেট সদস্যদের সনাক্ত করা সম্ভব হবে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী একটি মামলা দায়ের করেছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *