মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় ২ বাংলা নিউজের পঞ্চম বর্ষপূতি নিসরাপের চতুর্থ বর্ষপূর্তিতে সড়ক নিরাপত্তা ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক সেমিনার,সাংস্কৃতিক উৎসব ও গুনীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের মাঠ চত্বরে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা,নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ এবং ২ বাংলার টিভির আয়োজনে,লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সভাপতি শেখ বদরুল আলম,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন,সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী,সেক্টর কমান্ডারস ফোরামে সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোহাম্মাদ আসালত ভারতের বিশিষ্ঠ কবি বরুন চক্রবর্তী,ভারতের দশরুপক পরিচালক অরবিন্দ, ভারতের মুখবই আলাপচারিতার পরিচালক আশুতোষ চক্রবর্তী,বীর মুক্তিযোদ্ধা কবি জ্যোর্তিময় রায় (ভারত), সোমনাথ কর্মকার (ভারত),ডঃ উজ্জ্বল ব্যানার্জী (ভারত),তনিমা আচার্য (ভারত),তুষার আচার্য (ভারত), সুপর্না চন্দ সরকার (ভারত), নমিতা সেন (ভারত),মিতা চক্রবর্তী (ভারত),মানবিক সংগঠন নিসরাপ চেয়ারম্যান কবি সৈয়দ খায়রুল আলম (বাংলাদেশ),লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামচুল আলম কচি,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ এপার-ওপার ২ বাংলা প্রমূখ। সেমিনার শেষে এপার-ওপার ২ বাংলার ১২০ জন গুনীজনকে সংবর্ধনা দেয়া হয়েছে। সব শেষে সন্ধ্যায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।