বাণিজ্য মেলা-২০২৩ এ অনুষ্ঠিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক : গতকাল বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে সকাল ১১ টায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ এ অনুষ্ঠিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের নির্বাচিত করা হয়।
অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান, বিজয়ী নির্বাচিত করার এ প্রক্রিয়ার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের সকল উপ-পরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ।

উল্লখ্য, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সারা মাসব্যাপী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রচার-প্রচারণা কার্যক্রমেরই অংশছিল কুইজ প্রতিযোগিতার আয়োজন।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সর্বমোট ৫৬০ জন কুইজের ফরম পূরণ করে জমা দেন।
তন্মধ্যে ১০২জন সঠিক উত্তর প্রদান করেন।
সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে আজ লটারির মাধ্যমে ৫০জনকে বাছাই করা হয়।
অধিদপ্তরের পক্ষ থেকে বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে পুরস্কার পাঠিয়ে দেয়া হবে।

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের কাছে অধিদপ্তরের পক্ষ থেকে স্যুভেনিয়র পাঠিয়ে দেয়া হবে। পরিশেষে মহাপরিচালক অধিদপ্তর কর্তৃক প্রচার প্রচারণার এমন স্মার্ট পদক্ষেপ চলমান থাকবে এ আশাবাদ ব্যক্ত করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *