নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম ) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার শামীম কবিরের তত্ত্বাবধানে, টিম-৪২ এর পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মজিবুর রহমান এর নেতৃত্বে, এএসআই মোঃ শেখ ফরিদ, এএসআই মোঃ নুরুন্নবী মুন্না, এএসআই মোঃ ইমাম হোসেন সঙ্গীয় ফোর্স সহ চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে ৮ কেজি গাঁজা সহ মোছাঃ রাবেয়া আক্তার জেসমিন এবং মিনু বেগমকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত ব্যক্তিরা জব্দকৃত আলামত গাঁজা ফেনী জেলার বিলোনিয়া সীমান্ত থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
