নিজস্ব প্রতিবেদক : মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মো. মামুনুর রশিদ মারা গেছেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি, দুপুর সাড়ে ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মামুনুর রশিদের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটি কামারী গ্রামে। তার মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান।
তিনি ২০২২ সালের ১১ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কন্টিনজেন্টের সদস্য হিসেবে কঙ্গোর মনুস্ক মিশনে যোগ দিয়েছিলেন।
এখন পর্যন্ত জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত থাকাকালে ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্য শাহাদাত বরণ করেন এবং ২৩২ জন সেনাসদস্য আহত হন।
বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারি বজায় রেখে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ন রেখে চলেছেন। তাদের এ পেশাদারি, অবদান ও আত্মত্যাগের ফলে বাংলাদেশ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে। ( তথ্য সূত্র বিএমএ)