সরিষাবাড়ীতে মাদক সেবনের প্রতিবাদ করায় নারী সহ দুইজন’কে পিটিয়ে আহত

Uncategorized অপরাধ


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে মাদক সেবনের প্রতিবাদ করায় নারীসহ দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, রাত ৯ টায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের আব্দুর রশীদের বাড়ীর দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ছাতারিয়া গ্রামের মজিবর মন্ডলের ছেলে কৃষক আব্দুর রশীদ বাজারে সরিষা বিক্রি করে নিজ বাড়ীতে ফিরছিলেন।

পথিমধ্যে তার বাড়ীর দক্ষিণ পার্শ্বে একই গ্রামের ৪/৫জন যুবক গাজার আসর বসিয়ে গাজা সেবন করতে ছিলেন। কৃষক আব্দুর রশিদ গাজা সেবনের গন্ধ পেয়ে এগিয়ে গিয়ে এর প্রতিবাদ করেন।
এ নিয়ে আব্দুর রশীদ এর সাথে একই গ্রামের বেলাল হোসেন এর ছেলে কাশেম (২৮) সহ ৪/৫ জন এর মধ্যে কথাকাটির এক পর্যায়ে তার কাছে সরিষা বিক্রির ১৭ হাজার নিয়ে নেয় এবং তাকে পেটানো হলে ডাকাডাকি করে সে দৌড়ে তার বাড়ীতে আশ্রয় নেয়।

এ সময় আব্দুর রশীদের স্ত্রী আঙ্গুরী বেগম বাধা দিতে এলে তাকেও পিটিয়ে আহত করে কানের গহনা নিয়ে যায় বলে অভিযোগ রশিদের। পরে আব্দুর রশিদ ও তার স্ত্রী আঙ্গুরী বেগমকে তার পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় মাদক সেবনকারী কাশেম সহ অন্যান্যদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে আহত আব্দুর রশীদ সাংবাদিকদের জানান।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *