মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে পাষন্ড পিতা মধ্যযুগীয় কায়দায় ৮ মাসের শিশু সন্তানকে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানাযায়,গত (২৭ ফেব্রয়ারি) সোমবার বিকালে রঘুনাথ গ্রামের দাউদ শেখের ছেলে মোঃ মামুন শেখ তার নিজ বাড়িতে ৮ মাসের শিশু আল হাবিবকে বাড়ির পাশে আম গাছে ঝুলিয়ে নির্যাতন করে এবং তার ১ম স্ত্রী কুলসুম বেগমকে বাঁশের লাঠি দিয়ে মারপিট করে কালো নীলা ফুলা জখম করে। এ সময় আসামি মামুনের পিতা দাউদ শেখ প্রতিবেশীদের নিয়ে ওই শিশুকে উদ্ধার করে। আরো জানাযায়,মামুন ১ম স্ত্রীর অনুমতি ছাড়া ফরিদপুরে ২য় বিবাহ করেন। সেই থেকেই ১ম স্ত্রী ও ছেলে মেয়েদের নির্যাতন করতে থাকে পাষন্ড মামুন। এ ঘটনা এলাকাবাসী লোহাগড়া থানা পুলিশকে জানালে,পুলিশ নির্যাতিত শিশু আল হাবিবকে উদ্ধার করে এবং অভিযুক্ত মামুনকে আটক করে লোহাগড়া থানায় নিয়ে আসে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,নারী শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন সাংবাদিকদের বলেন,আপনাদের ধন্যবাদ জানায়,খবরটি প্রথমেই সাংবাদিকদের কাছ থেকে পেয়েছি,এজন্য সাংবাদিকদের ধন্যবাদ জানায়। তিনি আরো জানান,একজন পিতা কিভাবে এমন ন্যাক্কার জনক নির্যাতন নিজের অবুঝ শিশু সন্তানের উপরে চালাতে পারে ভেবে পাইনা। পাষন্ড পিতা মামুন এডিক্টেড মাদক সেবী,এজন্য এমন কজ করেছে। পুলিশ খবর পেয়ে শিশুটিকে উদ্ধারসহ পাষন্ড পিতা মামুনকে আটক করে জেল হাজতে পেরণ করা হয়েছে।