নড়াইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৫ শিক্ষার্থী’র বৃত্তি লাভ,অভিভাবকদের প্রশংসায় ভাসছে স্কুল

Uncategorized শিক্ষাঙ্গন

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৫জন শিক্ষার্থী’র বৃত্তি লাভ,অভিভাবকদের প্রশংসায় ভাসছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল। প্রাইমারী স্কুল ও কিন্ডার গার্টেন স্কুলের মধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংখ্যাভিত্তিক ফলাফলে রেসিডেন্সিয়াল মডেল স্কুল শীর্ষে। অংশগ্রহণের ভিত্তিতে ১০০ ভাগ বৃত্তি প্রাপ্ত স্কুল।
নড়াইল শহরের কুড়িগ্রামের হাতির বাগানের সামনে অবস্থিত রেসিডেন্সিয়াল মডেল স্কুল ২০২২ সালের পূর্ণ সংশোধিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলেও শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে,ট্যালেন্টফুল-১জন,সাধারণ,৪ জন।উল্লেখ্য,রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২০২২ সালে ৫ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৫ জনই বৃত্তি পেয়েছে। রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক,সৈয়দ সামিউল আলম জেহাদ স্যার জানান,প্রাইমারী স্কুল ও কিন্ডার গার্টেন স্কুলের মধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংখ্যাভিত্তিক ফলাফলে আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুল শীর্ষে,অংশগ্রহণের ভিত্তিতে ১০০ ভাগ বৃত্তি প্রাপ্ত এই প্রতিষ্ঠান। এই কৃতিত্ব শুধু আমার নয়,এই কৃতিত্ব আমার স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাগণদের। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ভালো পড়ালেখা করানোর কারণে ও অভিভাবকদের সচেতন হয়ে গার্ড দিয়ে পড়ালেখায় মনোযোগী করিয়ে সন্তানদের রিতিমত স্কুলে পাঠিয়ে,পড়ালেখায় মনোযোগী করে আজ বৃত্তি লাভ করে স্কুলের সন্মান উজ্জল করেছে। রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক,সৈয়দ সামিউল আলম জেহাদ স্যার আরো বলেন,আমি অভিনন্দন জানায়,বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীসহ সকল সম্মানিত অভিভাবক,
সম্মানিত ৫ম শ্রেণির শিক্ষিকা,শিমু ম্যাডাম এবং সকল শিক্ষক ও শুভানুধ্যায়ীকে।


বিজ্ঞাপন
👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *