নিজস্ব প্রতিবেদক : পিবিআই ঢাকা জেলা থেকে বদলী জনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ কে বিদায় সংবর্ধনা জানান পিবিআই প্রধান সহ পিবিআই’য়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, বৃহস্পতিবার ২রা মার্চ, সকাল সাড়ে ১১ টায় পিবিআই হেডকোয়ার্টার্সে মীর মোঃ শাফিন মাহমুদ এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী অতিথি পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ হিসেবে কর্তব্যরত ছিলেন। পিবিআই ঢাকা জেলায় দায়িত্ব পালন করাকালীন তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশে বদলীর আদেশ প্রাপ্ত হন।
এ সময় বিদায়ী অতিথি মীর মোঃ শাফিন মাহমুদ কে ফুল ও ক্রেস্ট প্রদান পূর্বক বিদায়ী শুভেচ্ছা জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম।
এ সময় তিনি বিদায়ী অতিথি পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ এর উদ্দেশ্যে বলেন,“বিদায়ী অতিথি পিবিআই ঢাকা জেলায় অল্প সময় চাকরি করলেও কয়েকটি ঘটনায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন। রাজশাহীতেও তিনি সফলতা দেখাবেন এমন প্রত্যাশা তার।”
অনুষ্ঠানে পিবিআই এর ডিআইজি (পূর্বাঞ্চল) মোর্শেদুল আনোয়ার খান, ডিআইজি (পশ্চিমাঞ্চল) মিরাজ উদ্দিন আহম্মেদ, বিপিএম, পিপিএম এবং অতিরিক্ত ডিআইজি (পিবিআই ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) মোঃ সায়েদুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন) মোঃ নাসিম মিয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিবিআই এর বিষেশ পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল, বিষেশ পুলিশ সুপার মোঃ আহসান হাবীব পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ ওসমান গণি, পিপিএম সহ পিবিআই হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারগণ।