খুলনার রূপসায় বি আর টি এ’র অনুমোদন বিহীন ট্রলি ও ব্যাটারী চালিত ভ্যান বন্ধের দাবিতে সচেতন নাগরিক সমাজের সংবাদ সম্মেলন

Uncategorized অন্যান্য


পিংকি জাহানারা: খুলনার রূপসা উপজেলায় সর্বত্র বিআরটিএ’র অনুমোদন বিহীন স্থানীয় কারখানায় তৈরি ট্রলি ও ব্যাটারী চালিত ভ্যান মানুষ হত্যাসহ অসংখ্য মানুষকে পঙ্গু করার প্রতিবাদে আজ বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আইচগাতী ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আয়োজন এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকের সামনে লিখিত বক্তব্য পাঠ করাকালীন ১ নং আইচগাতী ইউনিয়ন পরিষদের চেয়ে অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল বলেন,, রূপসা উপজেলায় বিভিন্ন স্থানে প্রায়শই অবৈধ যান ট্রলি চাপায় কলেজের প্রিন্সিপাল, ছাত্র,ছাত্রী, এনজিও কর্মকর্তা, মেধাবী যুবকসহ বেশ কয়েকজন নিহত হয়েছে।

এসব হত্যা ও আহত হওয়ার প্রতিবাদে উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবাদী কর্মসূচী পালন করায় রূপসা উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বিষয়টি নিয়ে জোরালোভাবে আলোচনায় অংশগ্রহন করে।

আলোচনা শেষে আইনশৃঙ্খলা কমিটির সভায় ভার্চুয়াল যুক্ত হয়ে খুলনা ৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শিদী রূপসা উপজেলা নির্বাহী অফিসারকে রেজুলেশনে উল্লেখ করতে বলেন যে, এখন থেকে দিনের বেলায় কোনো ট্রলি চলবে না।

কিন্তু আশ্চর্যের বিষয় উপজেলা প্রশাসন সপ্তাহ খানেক তৎপরতা দেখালেও পরবর্তীতে উপজেলা প্রশাসন বা থানা প্রশাসন কেউই অবৈধ যান বন্ধের কোনো ব্যবস্থাই আর করছেন না।

রূপসা উপজেলায় গত ৩ বছরে অবৈধ যান ট্রলি চাপায় যারা নিহত হয়েছেন তাদের তালিকার বর্ণনা করে তিনি আরো জানান , ২০১৯ সালের ২১ শে মার্চ প্রথম শ্রেণির ছাত্রী আঁখি মনি, ২৩ শে জুন দিনমজুর বীরেন হালদার, ২০২০ সালে ৩ রা ফেব্রুয়ারী ১৪ বছরের ছেলে শেখ সাদী,, ২০২১ সালে ২৮ শে অগাস্ট মঞ্জিরা বেগম,, ২০২২ সালের ২৫ শে এপ্রিল সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী যুথি পাল, ২০২২ সালের ২ রা অক্টোবর চাদঁপুর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, ১৬ ই নভেম্বর লুচি বেগম, ২০২৩ সালের পহেলা মার্চ রেজাউল ইসলাম এবং দুই তিন মাস আগে এক এনজিও কর্মকর্তার মৃত্যু এবং অসংখ্য আহত হওয়ার পরও স্থানীয় সংসদ সদস্যের আহ্বান সত্ত্বেও প্রশাসন নীরব।

অবিলম্বে বিআরটিএ’র অনুমোদন বিহীন সকল অবৈধ যান বন্ধের জোর দাবি জানান খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *