বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে—নৌপরিবহন প্রতিমন্ত্রী

Uncategorized জাতীয়


বোচাগঞ্জ প্রতিনিধি (দিনাজপুর) ঃ শনিবার ১৮ মার্চ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান একসাথে সরকারি করেছেন; এক লাখের ওপরে শিক্ষক সরকারি তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন। এ পদক্ষেপ অন‍্য কেউ নেয়নি।

সরকার ১১টি প্রকল্পের মাধ‍্যমে প্রাথমিক স্তরে ল‍্যাপটপ বিতরণ করছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে। সে লক্ষ‍্য বাস্তবায়নে শিক্ষার্থিদের তথ‍্য প্রযুক্তির দিকে মনযোগি হতে প্রধানমন্ত্রী ল‍্যাপটপ বিতরণসহ অন‍্যান‍্য সামগ্রি প্রদান করছেন।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে সরকারিভাবে প্রাপ্ত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন এসময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছেন বলেই ছাত্রছাত্রীরা সমগ্র পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারছে। এই পথটি তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার।
অতীতের কোন সরকার এ কাজ করেনি। শিক্ষক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের জন‍্য শীঘ্রই স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করবেন।

আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সন্তানদের ভিত্তি তৈরিতে শিক্ষকদের আরো মনযোগ দেয়ার আহবান জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে ১২৭টি ল‍্যাপটপ বিতরণ করা হয়।

একই স্থানে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ‍্য যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। শিক্ষকদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *