মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-মামুন সরদার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৮ মার্চ) রাতে নড়াগাতি থানার মহাজন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত-আবু সাঈদ সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওসি ডিবির তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম কালিয়া উপজেলার নড়াগাতির মহাজন বাজার থেকে আল মামুনকে আটক করে। এ সময় তার নিকট থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও খুলনা জেলার কয়রা থানায় সে মাদক মামলার এজাহারভুক্ত আসামি। নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।