খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত মামলার রায়ের সময় ঘোষণা আদালতের

Uncategorized অন্যান্য


পিংকি জাহানারা : খুলনা বারের নির্বাচন সংক্রান্ত মামলায় বাদী ও বিবাদী পক্ষ আইনজীবীদের যুক্তিতর্ক শেষে এক পর্যায়ে বিচারক মামলার চূড়ান্ত রায়ের তারিখ ঘোষণা করেছেন।

সোমবার ২০ মার্চ বেলা ১২ টায় খুলনা সিনিয়র সহকারী জজ আদালতের (সদর কোর্ট) বিচারক নয়ন বড়াল মামলার রায়ের সময় আগামী ২২ মার্চ নির্ধারণ করেন।

মামলার বাদীপক্ষ আইনজীবী এ্যাড. তাহেরা নাজমা মিতু জানান,,আদালত মামলার Cause Of Action নেই বলে মামলাটি দ্রুত খারিজ হোক তা চাচ্ছেন।কিন্তু মামলার ৩ টি কারণ দেখিয়েছেন বাদীপক্ষ আইনজীবী।

যার কারণ আদালত ডিসিশন মেকআপ করতে পারছেন না বলে ২ দিনের সময় চেয়েছেন।
এজন্য খুলনা বারের নির্বাচন সংক্রান্ত মামলার চূড়ান্ত রায়ের তারিখ আগামী ২২ মার্চ ঘোষণা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি ২০২৩ নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী ১৪ জন আইনজীবী মামলাটি দায়ের করেন।
এ মামলার এজাহারে বাদী পক্ষ নির্বাচনে সমিতির গঠনতন্ত্রের ৫৭ ধারা লংঘন করে প্যানা ও বিল বোর্ডে নির্বাচনী প্রতারণার অভিযোগ করেন।

নির্বাচনকে অবৈধ, গঠনতন্ত্র বহির্ভূত কারসাজি করার অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানান।
একইসঙ্গে ১ থেকে ১৪ নম্বর বিবাদী যাতে ২০২৩ সালের জন্য খুলনা জেলা আইনজীবী পরিষদ সদস্য হিসাবে কোনো কাজ করতে না পারেন সে ব্যাপারে নিষেধাজ্ঞার আবেদন জানান।

উল্লেখ্য, গত বছরের ২৩ অক্টোবর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দিতা করে।
একটির নেতৃত্বে এ্যাড.শরিফুল ইসলাম জোয়ার্দ্দার খোকন ও এ্যাড.শহিদুল আলম শহিদ পরিষদ। এ পরিষদ বিএনপি সমর্থিত পরিষদ।

অন্যটির নেতৃত্বে এ্যাড. সাইফুল ইসলাম ও এ্যাড. এস এম তারিক মাহমুদ তারা পরিষদ। এ পরিষদ আওয়ামী সমর্থিত।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *