রংপুরে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ গত বুধবার ২২ মার্চ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে “কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান পৃষ্ঠপোষক নুরেআলম মিনা বিপিএম (বার),পিপিএম।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলমসহ সকল থানার অফিসার ইনচার্জগণ।

উপস্থিত ছিলেন নবগঠিত মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এবং রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সেক্রেটারি আরিফ হোসেন টিটোসহ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
নবগঠিত রংপুর মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুসহ কমিটির সদস্যগণ পুলিশ কমিশনার কে ফুলের শুভেচ্ছা জানান পাশাপাশি রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান পৃষ্ঠপোষক নুরেআলম মিনা বিপিএম (বার),পিপিএম নবগঠিত মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি-সম্পাদকসহ সদস্যগণকে ফুলের শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান পৃষ্ঠপোষক নুরেআলম মিনা বিপিএম(বার), পিপিএম আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সমাজের সর্বস্তরের জনগণকে দেশপ্রেম এবং ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ করার জন্য মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগনের প্রতি আহ্বান জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *