পিংকি জাহানারা: খুলনা খান জাহান আলী থানাধীন শিরোমনি পূবর্পাড়ায় দিঘলিয়া বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনসার শেখ (৪৫)কে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে ।
শুক্রবার, ২৪ মার্চ দুপুর ২ টা ৩০ মিনিটের সময় খুলনা খান জাহান আলী থানাধীন শিরোমনি পূর্ব পাড়া লিন্ডা ক্লিনিকের পিছনে উক্ত হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আনসার শেখ জুম্মার নামাজ শেষে দুপুর ২ টার পর বাড়ির উদ্দেশ্য রওনা হন।কিছুদূর যাওয়ার পর কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছোড়ে।
তিনটি গুলি তার শরীর বিদ্ধ হয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ সূত্র থেকে জানা গেছে ,খুলনা খান জাহান আলী থানাধীন শিরোমনি পূর্ব পাড়া লিন্ডা ক্লিনিক এর পিছনে মোটরসাইকেল যোগে অজ্ঞাত তিনজন সন্ত্রাসী মোঃ আনসার শেখ (৪৫ )কে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
মোঃ আনসার শেখ দিগুলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হত্যার মামলার আসামী ছিলেন।
মরদেহ খান জাহান আলী থানায় নেওয়া হয়েছে এবং ২ টা ৪৫ মিনিটের সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্র আরো জানান,, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে উক্ত হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।