নিজস্ব প্রতিবেদক ঃ শুক্রবার ২৪ মার্চ রাজধানীর শাজাহানপুর এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক হলুদ, জিরা, ধনিয়া ও মরিচের গুড়া, সরিষা তেল পণ্যের অনুকূলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় এম এ রহিম অয়েল, মালিবাগ বাজার, শাজাহানপুর, ঢাকা-কে ১৫,০০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, মালিবাগ কাঁচাবাজারে মাছ, মুরগী, মাংস, সবজির ডিজিটাল ওজনযন্ত্র যাচাই করে পরিমাপে সঠিক পাওয়ায় তাদের বিএসটিআই এর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।