নিজস্ব প্রতিনিধি ঃ গত বুধবার ২২ মার্চ, নীলফামারী সরকারি কলেজ, নীলফামারীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য নীলফামারী-২। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃ কলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৩- এ জাতীয় পর্যায়ে নীলফামারী সরকারি কলেজ ভলিবল দল চ্যাম্পিয়ন হওয়ায় এবং ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২’ এ পূর্ব পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারী চ্যাম্পিয়ন হওয়ায় খেলায় অংশগ্রহণকৃত খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেওয়ান কামাল আহমেদ, মেয়র নীলফামারী পৌরসভা, এড. মমতাজুল হক, চেয়ারম্যান জেলা পরিষদ নীলফামারী, মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নীলফামারী; শাহিদ মাহমুদ, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, জেসমিন নাহার, উপজেলা নির্বাহী অফিসার নীলফামারী সদরসহ শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ ও খেলোয়াড় বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ দিদারুল ইসলাম, অধ্যক্ষ, নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী।