মামুন মোল্লা (খুলনা) ঃ পবিত্র রমজান উপলক্ষে ভোক্তা সাধারণ যাতে মানসম্মত পণ্য পেতে পারেন তার জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় কার্যলয় কর্তৃক প্রথম রমজান হতে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে শুক্রবার ২৪ মার্চ খুলনা মহানগরীতে একটি সার্ভিল্যান্স টীমের অভিযান পরিচালনা করা হয়।
খুলনা মহানগরীর রূপসা,আহসান আহম্মেদ রোড, ডাকবাংলো মোড় ও ফেরিঘাট মোড় এলাকায় বিভিন্ন ইফতার সামগ্রী, পণ্যের ওজন, আপেল, বেদানা,আঙ্গুর,মাল্টা, কমলালেবু ইত্যাদি ফলে ফরমালিন এর উপস্থিতি পরীক্ষা করা হয় ।
কোন ফলে ফরমালিন পাওয়া যায়নি। মাছের বাজারে ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া গেছে। ইফতার সামগ্রীতে রং ব্যবহার থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান গুলোকে সতর্ক করা হয়েছে।