নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম জেলা পুলিশের ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম(বার) পিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম।
অতিথিবৃন্দকে ফুলেল অভ্যর্থনা জানিয়ে ক্রীড়া ব্যাজ পরিয়ে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরে ডিআইজি বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং ক্রীড়া মশাল জ্বালিয়ে চট্টগ্রাম জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় ছয়টি কন্টিনজেন্টের সমন্বয়ে গঠিত প্যারেড দল দৃষ্টিনন্দন ক্রীড়া প্যারেড প্রদর্শন করে সম্মানিত ডিআইজি কে অভিবাদন জানিয়ে মাঠ ত্যাগ করেন।
এরপর শুরু হয় মূল প্রতিযোগিতার।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে জেলা পুলিশের বিভিন্ন পদবির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। মজাদার সব ইভেন্ট চলে সন্ধ্যা পর্যন্ত। বিশেষ অতিথি ও সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে ক্রীড়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
এতে পুনাক, চট্টগ্রাম জেলার সভাপতি শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদীপ্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামানসহ জেলা পুলিশের সকল স্তরের অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
