বিজিবি’র অভিযানে দর্শনা সীমান্ত থেকে ৪.৪১৬ কেজি ওজনের ২২টি স্বর্ণের বারসহ ১ জন আটক

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে দর্শনা সীমান্ত থেকে ৪.৪১৬ কেজি ওজনের ২২টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি+ এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল দর্শনা সীমান্তের উথুলী এলাকায় এ্যাম্বুশ করে অবস্থান গ্রহণ করে।

কিছুক্ষণ পর বিজিবি টহলদল একজন ব্যক্তিকে মোটরসাইকেল যোগে উথুলী অতিক্রম করে দর্শনার দিকে যেতে দেখে এবং পিছু ধাওয়া করে দর্শনা রেলক্রসিং এর পাশ থেকে ২২টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল সহ মোঃ সাঈদ খান (৪২), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, গ্রাম-দর্শনা মোবারকপাড়া, ডাকঘর-দর্শনা, থানা-দর্শনা, জেলা-চুয়াডাংগা’কে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৪.৪১৬ কেজি এবং আনুমানিক সিজারমূল্য ৩,৭৪,৮৯,১৩৪ (তিন কোটি চুয়াত্তর লক্ষ ঊননব্বই হাজার একশত চৌত্রিশ) টাকা।

স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *