নড়াইল রুপগঞ্জ বাজারে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি হচ্ছে চিনি,অভিযোগ খুচরা ব্যবসায়ীদের,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Uncategorized অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল রুপগঞ্জ বাজারে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি হচ্ছে চিনি,অভিযোগ খুচরা ব্যবসায়ী ও কৃতাদের,প্রশাসনের হস্তক্ষেপ কমনা করছেন,খুচরা ব্যবসায়ী ও কৃতাগণ। অনুষন্ধানে জানা যায়,নড়াইল রুপগঞ্জ বাজারে গত ১২ এপ্রিল ৫৫ শত টাকা ৫০ কেজি’র চিনি’র বস্তা বিক্রি হয় ও ১৩ এপ্রিল ৫৬ শত টাকা ৫০ কেজি’র বস্তা বিক্রি হয় এবং আজ ১৪ এপ্রিল একই চিনি ৫৭ শত ৫০ টাকা বিক্রি হচ্ছে ৫০ কেজি’র চিনি’র বস্তা রাজীব সাহার দোকানে সিন্ডিকেটের মাধ্যমে বলে নড়াইল রুপগঞ্জ বাজারের একাধীক খুচরা ব্যবসায়ী’রা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,রুপগঞ্জ বাজারে গত ১২ এপ্রিল ৫৫ শত টাকা ৫০ কেজি’র চিনি’র বস্তা বিক্রি হয় ও ১৩ এপ্রিল ৫৬ শত টাকা ৫০ কেজি’র বস্তা বিক্রি হয় এবং আজ ১৪ এপ্রিল একই চিনি ৫৭ শত ৫০ টাকা বিক্রি হচ্ছে ৫০ কেজি’র চিনি’র বস্তা সিন্ডিকেটের মাধ্যমে এটা দেখার কি কেউ নেই। এদিকে,পাইকাড়ী ব্যবসায়ী রাহুল এন্টার প্রাইজ সত্য সাহার ছেলে রাজীব সাহা সাংবাদিকদের বলেন,বাংলাদেশে মোট ৪ টি চিনির কল রয়েছে,তার মধ্যে ঢাকার সিটি গ্রুপ চিনির দাম বাড়ালে আমরা কি করতে পারি,আমাদের কিছু করার নাই। আমরা যেমন কিনবো তেমন ভাবেই বিক্রি করবো এর জন্য সিন্ডিকেটের বিষয় আসবে কেনো,যারা অভিযোগ করে তারা আমাদের সামনে এসে বলুক,আমরা সিন্ডকেটের মাধ্যমে চিনি বিক্রি করছি। ঢাকায় কোন চিনি নাই,খুলনায় কোন চিনি নাই,যশোর কোন চিনি নাই,সব যায়গায় চিনির দাম বেশি। আমার কেনা বেশি বলে আমি বেশি দামে বিক্রি করছি বলেও জানান,রাজীব সাহা। হঠাৎ করেই রমজান মাসে চিনির দাম বাড়তি হওয়ায় ব্যেপাকে কুচরা ব্যবসায়ীসহ সাধারণ কেতাগণ,দ্রুত বাজার মনিটরিং এর মাধ্যমে বাজার স্থিতিশীল করার জন্য জেলা প্রশাসন,জেলা পুলিশ ও জেলা ভোক্তা অধিদপ্তরকে বাজার মনিটরিং করার আহব্বান জানান,রুপগঞ্জ বাজারের খুচরা ব্যবসায়ীগণ ও সাধারণ অসহায় ক্রেতাগণ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *